News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ৩০ আগস্ট ২০২৫

২০ বলের জন্য লন্ডনে উড়াল অ্যাডাম জাম্পা

২০ বলের জন্য লন্ডনে উড়াল অ্যাডাম জাম্পা

অ্যাডাম জাম্প। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার তারকা লেগস্পিনার অ্যাডাম জাম্পা উড়াল দিচ্ছেন লন্ডনে। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর ফাইনালে রশিদ খানের বদলে শেষ মুহূর্তে তাকে দলে নিয়েছে ওভাল ইনভিনসিবলস।

হান্ড্রেডে একজন বোলারের সর্বোচ্চ সুযোগ মাত্র ২০ বল। অর্থাৎ প্রায় ৩৪ হাজার কিলোমিটার ভ্রমণ শেষে লর্ডসে নেমে জাম্পার কাজ স্রেফ ২০ বল করা!

তবে ইনভিনসিবলসের জন্য এটি বিশেষ এক পুনর্মিলন। গত দুই মৌসুমে টানা শিরোপাজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাম্পা। বিশেষ করে ২০২৪ মৌসুমে মাত্র ৯ ম্যাচে ১৯ উইকেট নিয়ে দলের সেরা বোলারদের একজন ছিলেন তিনি। কোচ টম মুডি বলেন, “আমাদের জাম্পা দরকার, সে এই দলের সঙ্গে দারুণ মানানসই।”

আরও পড়ুন: টেস্ট ক্রিকেট থেকে অবসরের কারণ জানালেন রোহিত শর্মা

এবারও শীর্ষে থেকে ফাইনালে উঠেছে ইনভিনসিবলস। তাদের প্রতিপক্ষ হবে ট্রেন্ট রকেটস অথবা নর্দার্ন সুপারচার্জার্স। ফলে লর্ডসের ফাইনালে আবারও দেখা যাবে অজি তারকাকে।

তবে ফাইনালের পর ব্যস্ত সূচি অপেক্ষা করছে জাম্পার সামনে। অক্টোবরের শুরুতেই অস্ট্রেলিয়ার হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়