নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে হারের ধাক্কা কাটিয়ে জয় ফিরেছে বাংলাদেশ।
রবিবার (২৪ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় অর্জন করেছে অপির্তা বিশ্বাসরা।
বাংলাদেশের গোলের সূচনা আসে প্রথমার্ধের শেষ দিকে। ৪১ মিনিটে কর্নার থেকে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে বল জালে জড়ান। মিনিট চারেক পর মিডফিল্ড থেকে সাজানো আক্রমণে সুরভী আকন্দ প্রীতি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বল জালে পাঠান।
ম্যাচের দ্বিতীয়ার্ধে নেপাল গোলের জন্য মরিয়া হলেও বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষকের কঠোর প্রতিরোধে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। ৬২ মিনিটে নেপালের সহজ সুযোগও গোলে পরিণত হয়নি।
শেষ দিকে বাংলাদেশের হ্যাটট্রিকের সুযোগ মিস করেন সুরভী আকন্দ প্রীতি। ৮০ এবং ইনজুরি সময়ে তার দুটি শট বারে লেগে ফিরে আসে। ৮৫ মিনিটে থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লেগে যায়। তবে ইনজুরি সময়ে বদলি ফুটবলার রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশের হয়ে তৃতীয় গোল করেন।
আরও পড়ুন: চার ক্লাবের হয়ে ১০০ গোলের রেকর্ড রোনালদোর
সাফ অ-১৭ টুর্নামেন্টটি ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে ভুটান ও নেপালকে হারালেও ভারতের বিপক্ষে হেরেছে। আগামীতে এই তিন দলের সঙ্গে পুনরায় মুখোমুখি হবে, ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন শিরোপা জিতবে।