News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩০, ১৩ জুলাই ২০২৫

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: চূড়ান্ত ১৫ দল ঘোষণা

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: চূড়ান্ত ১৫ দল ঘোষণা

ছবি: সংগৃহীত

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ১৫ দলের নাম। এবারের আসরে ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ইউরোপের ফুটবলপ্রধান দুই দেশ- ইতালি ও নেদারল্যান্ডস।

শুক্রবার (১১ জুলাই) ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ সালের মতো এবারও অংশ নেবে মোট ২০টি দল। আয়োজক দেশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে খেলবে ভারত ও শ্রীলঙ্কা।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে অংশ নেওয়া সাতটি দল—বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র- স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে।

এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করা ১৫ দল:

আরও পড়ুন: ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে ইতালি

আয়োজক: ভারত, শ্রীলঙ্কা

সুপার এইট থেকে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র

র‌্যাঙ্কিং থেকে: পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড

বাছাইপর্ব থেকে: কানাডা, ইতালি, নেদারল্যান্ডস।

আগামী মাসগুলোতে বাকি পাঁচ দলের নাম চূড়ান্ত হলে পূর্ণাঙ্গ হয়ে উঠবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণকারী ২০ দলের তালিকা। প্রথমবারের মতো ইতালি ও নেদারল্যান্ডসের অন্তর্ভুক্তি টুর্নামেন্টের বৈচিত্র্য এবং বিস্তৃতি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়