News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৩, ১৯ এপ্রিল ২০২৫

পিএসএলে ইতিহাস হাসান আলির

পিএসএলে ইতিহাস হাসান আলির

হাসান আলি। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইতিহাস গড়েছেন হাসান আলি। সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। টুর্নামেন্টে ১১৬ উইকেট শিকারে হাসানের লেগেছে ৮৪ ইনিংস। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন এতদিন শীর্ষে থাকা ওয়াহাব রিয়াজকে। ৮৭ ইনিংসে ১১৩ উইকেট নেন রিয়াজ।

এ আসরে দারুণ ছন্দে আছেন হাসান। করাচি কিংসের এই পেসার সবশেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ২৭ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট।

আগের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে রিয়াজের কীর্তিতে ভাগ বসিয়েছিলেন হাসান আলি। দুজনেই যৌথভাবে ছিলেন শীর্ষে। এবার রিয়াজকে ছাড়িয়ে গেলেন তিনি।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার যাচ্ছেন ৪ নারী খেলোয়াড়

এ তালিকায় শীর্ষ ৫ -এর পরের নামগুলো যথাক্রমে শাহিন শাহ আফ্রিদি (১০৮), শাদাব খান (৯৭) ও ফাহিম আশরাফ (৭৯)।

প্রসঙ্গত, তরুণ পেসারের উত্থানের সুযোগে পাকিস্তান জাতীয় দলে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন হাসান আলি। গেল বছরের মে মাসে সবশেষ তিনি আন্তর্জাতিক ম্যাচ (টি-টোয়েন্টি) খেলেছেন। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া প্রতিযোগিতায় এখনও ছন্দ হারাননি ডানহাতি এই পেসার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়