সেমিফাইনাল থেকে ছিটকে গেছে টাইগ্রেসরা

ছবি: সংগৃহীত
চলমান নারী ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরু করেছিল বাংলাদেশ নারী দল। তবে পরের পাঁচ ম্যাচে হারের ধাক্কা খেয়ে টাইগ্রেসরা সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ষষ্ঠ ম্যাচেও লঙ্কানদের বিপক্ষে শেষ ৬ বলে ৯ রান তুলতে ব্যর্থ হয়ে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার (২০ অক্টোবর) শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে। জবাবে নির্ধারিত ৪৮ ওভারে ১৯৫ রান তুলতে পারে বাংলাদেশ, ফলে ৭ রানের ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের ইনিংসে শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে রুবিয়া আক্তার ৩৫ বলে ৭ রান করে আউট হন। এরপর ফারজানা আক্তার, মোস্তারি আউট হয়ে ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
তবে জ্যোতিকে সঙ্গে নিয়ে হাল ধরেন শারমিন আক্তার। ৮১ বলে ফিফটি তুলে নেন শারমিন। পরে আহত হয়ে মাঠ ছাড়েন। অপর প্রান্তে ৭২ বলে ফিফটি তুলে নেন জ্যোতি। শেষদিকে স্বর্ণা আক্তার ২৭ বলে ১৯ রান করে দলের সংগ্রহকে ১৯৫ রানে তুলে নেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান, যা তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। এছাড়া দুই উইকেট নিয়েছেন সুগন্ধিকা কুমারি। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হয়েছেন। এছাড়া দুই উইকেট নিয়েছেন রাবেয়া খান।
আরও পড়ুন: স্বর্ণা-মারুফার আগুনে লঙ্কানরা ২০২ রানে অলআউট
শেষ পর্যন্ত নির্ধারিত ৪৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলায় বাংলাদেশ জয় পায়নি, ফলে সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় টাইগ্রেসদের।
নিউজবাংলাদেশ.কম/এসবি