News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪০, ২০ অক্টোবর ২০২৫

৪ হাজার এএসআই নিয়োগে প্রজ্ঞাপন জারি

৪ হাজার এএসআই নিয়োগে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

পুলিশ বাহিনীর সক্ষমতা ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে চার হাজার উপসহকারী পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) নিয়োগের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সোমবার (২০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা।

পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।

প্রজ্ঞাপনে বলা হয়, নবসৃষ্ট পদগুলো বাংলাদেশের বিদ্যমান সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করতে হবে এবং হালনাগাদ কাঠামো সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণ করতে হবে।

আরও পড়ুন: ভোটের পরিবেশ স্বাভাবিক, প্রস্তুত সেনা ও পুলিশ: ইসি সচিব

শর্ত হিসেবে আরও উল্লেখ করা হয়েছে—

  • পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে।
  • অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদগুলো কার্যকর হবে।
  • ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী এসব পদ পূরণযোগ্য বলে নির্ধারিত হয়েছে।
  • জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত সব শর্তাবলি যথাযথভাবে মেনে চলতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদ সৃজনের প্রক্রিয়াটি রাজস্ব খাতে “অস্থায়ীভাবে” করা হলেও, তা বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি পাবে। এ বিষয়ে সাংগঠনিক কাঠামোর হালনাগাদ তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে পুলিশের কার্যক্ষমতা ও মানবসম্পদ জোরদারের অংশ হিসেবেই এই পদ সৃজন করা হয়েছে।

নতুন পদগুলো সৃষ্টির ফলে দেশের বিভিন্ন ইউনিট, থানাসহ আইনশৃঙ্খলা রক্ষার মূল পর্যায়ে নিয়োজিত বাহিনীর মানবসম্পদে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে বলে মন্ত্রণালয় আশা করছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদগুলো পূরণের আগে সংশ্লিষ্ট দফতরগুলোকে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আলোচিত এএসআই নিয়োগ পরিকল্পনা আনুষ্ঠানিক রূপ পেল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়