News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৮, ১৯ অক্টোবর ২০২৫

খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তায় কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি

খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তায় কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় দুইটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে দলটি।

একটি বুলেটপ্রুফ গাড়ি কিনতে খরচ হয় ২ লাখ ডলার (ডলারপ্রতি ১২২ টাকা হিসেবে ২ কোটি ৪৪ লাখ টাকা)। ৮০০ শতাংশ শুল্ক দিয়ে আনতে গেলে খরচ পড়বে প্রায় ২২ কোটি টাকা।

কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়। আর একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় গত জুন মাসে।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে নির্বাচনের সময় সারা দেশে যাবেন। এসময় তাদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুলেটপ্রুফ গাড়ি দুইটি কেনা হচ্ছে।

সূত্র জানায়, এ ছাড়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। 

আরও পড়ুন: `শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত তারেক রহমান`

বুলেটপ্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মন্ত্রণালয় সূত্র জানায়, এ ধরনের অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের। 

গাড়ি আমদানিকারক সূত্রে জানা যায়, বাংলাদেশে আগে বুলেটপ্রুফ গাড়ি আমদানি করা হয়েছে জাপান ও কানাডা থেকে। যেমন শেখ হাসিনার জন্য বুলেটপ্রুফ গাড়ি জাপান থেকে আনা হয়েছিল। পরে সে গাড়ি কানাডা থেকে পরিবর্তন (কনভার্সন) করা হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে বিএনপির পক্ষ থেকে একটি বুলেটপ্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয়। 

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দ্রুতই দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়