News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৭, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:১৬, ১৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশের প্রতিনিধি হতে পেরে গর্বিত হামজা চৌধুরী

বাংলাদেশের প্রতিনিধি হতে পেরে গর্বিত হামজা চৌধুরী

ফাইল ছবি

চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আস্থার প্রতীক হয়ে উঠেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাঠে নেমে তিনি দুই গোল ও একটি অ্যাসিস্ট করেছেন—যা তাকে বাংলাদেশের মধ্যমণি করে তুলেছে খুব অল্প সময়েই।

তবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচের ফলাফল আশানুরূপ হয়নি বাংলাদেশের জন্য। দুটি ম্যাচ থেকেই মাত্র এক পয়েন্ট পেয়েছে কাবরেরার দল। তবুও হতাশ না হয়ে ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন হামজা চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি—যদিও আমরা কঠোর পরিশ্রম করেছি! তবে সব সময়ের মতো বাংলাদেশ ও এই দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এবারের আন্তর্জাতিক বিরতি থেকে অনেক ইতিবাচক দিক পাওয়া গেছে। নভেম্বরে সবার সঙ্গে দেখা হচ্ছে, ইনশাআল্লাহ।

এই পোস্টে হামজার কণ্ঠে ফুটে উঠেছে দলগত উন্নতির প্রতি আস্থা এবং দেশের হয়ে খেলার গর্ব।

২৮ বছর বয়সী এই মিডফিল্ডার হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচেই মাঠে নেমেছিলেন। প্রথম ম্যাচে ঢাকায়, রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশ ৪-৩ গোলে পরাজিত হয়। পাঁচ দিন পর কাইতাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল।

এর আগে মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্রয়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক অভিষেক হয় হামজার। সেই ম্যাচ থেকেই বাংলাদেশ মিডফিল্ডে এসেছে নতুন ছন্দ। পরবর্তী প্রতিটি ম্যাচে তার উপস্থিতি দলের পারফরম্যান্সে দৃশ্যমান প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: তৃণমূল ফুটবলে অবদান রাখায় এএফসি’র স্বীকৃতি পেল বাফুফে

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। ফলে দলটি ইতোমধ্যে মূলপর্ব থেকে ছিটকে গেছে। তবু বাছাইপর্বে বাংলাদেশের সামনে এখনও দুটি ম্যাচ বাকি—

  • ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে
  • ৩১ মার্চ ২০২৬ সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ।

বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, শেষ দুটি ম্যাচ তারা “গর্ব ও জয়ের মানসিকতা” নিয়ে খেলতে চায়। একই মনোভাব প্রকাশ করেছেন হামজাও—যিনি দলের তরুণ খেলোয়াড়দের কাছে এখন অনুপ্রেরণার প্রতীক।

যদিও এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে, তবুও এই বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্সে কিছু উজ্জ্বল মুহূর্ত থেকে গেছে—যার অন্যতম ছিল ঢাকায় হংকংয়ের বিপক্ষে ম্যাচে হামজার দুর্দান্ত গোল। সেই ম্যাচে প্রথমার্ধেই লিড নেওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে গোল খেয়ে পরাজিত হয় বাংলাদেশ।

এশিয়ান কাপের পরবর্তী পর্যায়ে না উঠতে পারলেও, ফুটবল বিশ্লেষকরা বলছেন—হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের অংশগ্রহণ বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্ত খুলেছে।

আগামী নভেম্বরে ভারত ম্যাচকে সামনে রেখে এখন থেকেই নতুন করে প্রস্তুতি শুরু করছে দল। আর সেই ম্যাচের অপেক্ষায় স্বপ্ন দেখছেন লাখো সমর্থক—হয়তো তখন আবারও মাঠে দেখা যাবে সেই দৃঢ়প্রতিজ্ঞ হামজা চৌধুরীকে, যিনি বারবার প্রমাণ করেছেন—হারলেও আত্মবিশ্বাস হারাননি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়