News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:২৭, ১৭ অক্টোবর ২০২৫

তৃণমূল ফুটবলে অবদান রাখায় এএফসি’র স্বীকৃতি পেল বাফুফে

তৃণমূল ফুটবলে অবদান রাখায় এএফসি’র স্বীকৃতি পেল বাফুফে

ছবি: সংগৃহীত

তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রেসিডেন্টস রিকগনিশন ফর গ্রাসরুটস ফুটবল (ব্রোঞ্জ) পুরস্কারে ভূষিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। একই ক্যাটাগরিতে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ ও ভিয়েতনাম মনোনীত থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশকেই বেছে নেয় এএফসি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ড নাইট ২০২৫-এ এই পুরস্কার প্রদান করা হয়।

বাফুফে এবারের এএফসি অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল— ১. মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি। ২. গ্রাসরুট ফুটবল (ব্রোঞ্জ) ক্যাটাগরি। 

ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড—এই তিন স্তরের মধ্যে ব্রোঞ্জ দিয়ে পুরস্কার বিতরণ শুরু হয়, আর প্রথমেই বাংলাদেশের নাম ঘোষণা করা হয়।

এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সংগঠনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

২০১৫ সালে বাফুফে এএফসি’র অ্যাসপায়া মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল। প্রায় এক দশক পর আবারও এএফসি অ্যাওয়ার্ডে কোনো সম্মাননা পেল সংগঠনটি। বিশেষ করে গ্রাসরুট বিভাগে প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার পাওয়া বাংলাদেশের জন্য বড় অর্জন।

বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল ফুটবলে বিশেষ জোর দিচ্ছে। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে প্রায় সাতশ’ খুদে ফুটবলারকে নিয়ে আয়োজিত কার্যক্রমের ভিডিও এএফসি অ্যাওয়ার্ড নাইটে প্রদর্শিত হয়।

আরও পড়ুন: বিমানবন্দরে ক্ষুব্ধ সমর্থকের মুখোমুখি ক্রিকেটাররা

বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। বয়সভিত্তিক টুর্নামেন্ট, সাফ ও এএফসি প্রতিযোগিতার পাশাপাশি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণও এই সাফল্যের অংশ বলে জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়