News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ১৬ অক্টোবর ২০২৫

বিমানবন্দরে ক্ষুব্ধ সমর্থকের মুখোমুখি ক্রিকেটাররা

বিমানবন্দরে ক্ষুব্ধ সমর্থকের মুখোমুখি ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে না পারায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উদ্রেক ঘটেছে। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের দুর্বল পারফরম্যান্স এবং বিশেষ করে শেষ দুই ম্যাচে যথাক্রমে ১০৯ ও ৯৩ রানে অলআউট হওয়ার ঘটনা ক্ষোভকে তীব্র করেছে।

সোমবার (১৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়া সিরিজ শেষে বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে দুইটি আলাদা ফ্লাইটে দেশে ফেরেন জাতীয় দলের ক্রিকেটাররা। 

সন্ধ্যায় বড় বহরে ফ্লাইট থেকে নেমে বাংলাদেশে প্রবেশ করেন নাঈম শেখ, মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান, হাসান, রিশাদ, তানজিম, তাসকিন আহমেদ সহ অন্যান্য ক্রিকেটাররা।

দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই ক্রিকেটাররা বিমানবন্দরে সমর্থকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখোমুখি হন। সেখানে কিছু ব্যক্তি ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন এবং পরিবারের সামনে গালাগাল করার ঘটনা ঘটেছে। বিশেষভাবে তাওহীদ হৃদয় ও নাঈম শেখের গাড়ির দিকে ক্ষোভ প্রকাশ করা হয়, যা তুলনামূলক দীর্ঘ সময় ধরে চলে। তাসকিন আহমেদ ও সাইফ হাসানও এই রোষানলের শিকার হন; সাইফ স্ত্রী ও সন্তানদের সঙ্গে থাকলেও পরিস্থিতি সহজ হয়নি।

আরও পড়ুন: হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

পরে জানা যায়, সেই সময় একজন রাজনৈতিক নেতা ভিভিআইপি টার্মিনাল দিয়ে বের হচ্ছিলেন। বিমানবন্দরে উপস্থিত কর্মীরা সেই কারণে সেখানে গিয়েছিলেন। কিন্তু যখন জানতে পারেন ক্রিকেটাররা একই সময়ে বের হবেন, তখনই ক্ষোভ উগড়ে দেন কিছু ব্যক্তি।

বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে পুরোপুরি ভিন্ন চিত্র দেখা যায়। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের ব্যাটিং এবং বোলিং উভয়ই উল্লেখযোগ্যভাবে ব্যর্থ হয়। শেষ ম্যাচে নাঈম শেখ মাত্র ২৪ বলে ৭ রান করেন, আর পুরো দল ৯৩ রানে অলআউট হয়, যা গত সাত বছরে বাংলাদেশের সর্বনিম্ন ওয়ানডে স্কোর। এশিয়া কাপেও ভারত ও পাকিস্তানের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয় না আসার হতাশা সমর্থকদের মনে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

নাঈম শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে লিখেছেন, আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না — আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে — এটাই খেলাধুলার বাস্তবতা।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের প্রতি যেভাবে ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক — লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো — দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।

বাংলাদেশ দল দম ফেলার সুযোগ পাচ্ছে না। মাত্র তিন দিনের মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। তাই মিরাজরা নতুন করে প্রস্তুতি নিতে বাধ্য।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়