News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০০, ১৪ অক্টোবর ২০২৫

হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে টাইগাররা। 

এবার হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ অধিনায়কের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। 

তিনি বলেন, আমরাই প্রথমে ব্যাট করব। এটা একই পিচ যেখানে আমরা শেষ ওয়ানডেতে খেলেছিলাম, আজ পিচটা আরও ধীর হবে এবং অনেক বেশি টার্ন থাকবে, তাই আমরা রান তুলে সেটা ডিফেন্ড করতে চাই। আমাদের পেস বোলিং বিভাগে এখনো অনেক দূর যেতে হবে, কিছু প্রতিভাবান তরুণ আছে যাদের আরও উন্নতি করাতে হবে এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত করতে হবে। সামনে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ রয়েছে, আমাদের ভালো ফাস্ট বোলার দরকার। আমরা দুইটি পরিবর্তন এনেছি — ইকরাম আলিখিল এবং বিলাল সামি দলে ফিরেছে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস শেষে বলেন, আমরা আগের ম্যাচে ভালো ব্যাটিং করতে পারিনি এবং সেটা নিয়ে আমরা হতাশ ছিলাম। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে, এবং সবাই সেটাতে একমত হয়েছে। আমি আশা করি আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। এই উইকেটে রাতের বেলায় বলটা একটু স্কিড করছে, তাই যদি প্রায় ২০০ রান তোলা হয়, তাহলে সেটা আমরা তাড়া করতে পারব। ইনিংসের শুরুতেই আমাদের পার্টনারশিপ দরকার। আমরা দলে ৪টি পরিবর্তন এনেছি।

আরও পড়ুন: আফগানিস্তানকে হারাতে পারল না বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ওয়ানডেতে ২২১ রান করে ৫ উইকেটে হার এবং দ্বিতীয় ম্যাচে আফগানদের ১৯০ রানে অলআউট করার পর নিজেদের ব্যাটিংয়ে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। ৮১ রানের বড় ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও হতাশাজনক—শেষ ১১ ম্যাচে ১০টি হার।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে চারটি পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম, মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিক এবং দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় একাদশে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আফগানিস্তান একাদশেও এসেছে দুই পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। বাদ পড়েছেন বশির আহমেদ। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন ইকরাম আলিখিল ও বিলাল সামি।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অতল, ইকরাম আলিখিল, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গাজানফার, নানগেলিয়া খারোটে, বিলাল সামি।

টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। আফগানিস্তান এর আগে কখনো ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেনি। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য শুধুই একটি ম্যাচ নয়, বরং মর্যাদা রক্ষার লড়াই।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়