News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩২, ১২ অক্টোবর ২০২৫

আফগানিস্তানকে হারাতে পারল না বাংলাদেশ

আফগানিস্তানকে হারাতে পারল না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটিং বিপর্যয়ের কারণে আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হেরে ফেলেছে। 

শনিবার (১১ অক্টোবর) আবুধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান ৮১ রানে জয়ী হয়েছে। 

এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতে আফগানিস্তানের কাছে টাইগারদের টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের অবস্থা নিশ্চিত হলো।

বাংলাদেশ ২০২৩ ও ২০২৪ সালে তিন ম্যাচের সর্বশেষ দুই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল। এছাড়া টাইগাররা নিজেদের ওয়ানডেতে টানা চতুর্থ সিরিজ হেরেছে। এর মধ্যে আফগানিস্তানের কাছে দু’বার, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কাছে একবার করে সিরিজ হেরেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪৪.৫ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায়। স্কোর বোর্ডে ইব্রাহিম জাদরান ১৪০ বলে ৯৫ রানের দারুণ ইনিংস খেলেন। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১১ রান করে আউট হন। আউট হওয়ার আগে আতাল ৮, হাশমতউল্লাহ শহীদি ৪ রান এবং নাবি ও গাজানফর যথাক্রমে ২২ রান করেন। রহমত শাহ চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ তিনটি উইকেট নেন। তানজিম সাকিব দুইটি এবং রিশাদ হোসেন দুইটি উইকেট শিকার করেন। তানভীর ইসলাম একটি উইকেট পান।

আরও পড়ুন: আফগানিস্তানের কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয়। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিম আউট হন আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হয়ে। নাজমুল হোসেন শান্ত ৯ বলে ৭ রান করে রান আউট হন।

সাইফ হাসান ২৩ বলে ২২ রান করে আউট হন। অধিনায়ক মিরাজ ৭ রান করেন। জাকের আলী ৪৩ বলে ১৮ রান করে সহজ ক্যাচে আউট হন। নুরুল হাসান সোহান ২০ বলে ১৫ রান করেন। তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম এবং রিশাদ হোসেন যথাক্রমে ০, ০ এবং ৫ রান করে রশিদ খানের শিকার হন।

আফগানিস্তানের ঘূর্ণি জাদুকর রশিদ খান ৮.৩ ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিং পারফরম্যান্স। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই ৩ উইকেট এবং নাঙ্গেলিয়া খারোতে ১ উইকেট নেন।

বাংলাদেশ ইনিংসের শুরু থেকে ব্যর্থতার চক্রে থাকলেও তাওহীদ হৃদয় ২৪ রান করেন। তবে দলের অন্য ব্যাটাররা রশিদের ঘূর্ণিতে বিপর্যস্ত হন। ইনিংসের শেষদিকে মুস্তাফিজ ৫* রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তান ৮১ রানে জয়ী। এই জয়ের মাধ্যমে আফগানিস্তান এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর একই ভেন্যুতে। আফগানিস্তান এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে, তবে টাইগারদের প্রত্যাশা থাকবে শেষ ম্যাচে মানিয়ে নেওয়া এবং অন্তত একটি জয় বাঁচানোর।

আফগানিস্তান: ১৯০/৯ (৪৪.৫ ওভার; জাদরান ৯৫, নবি ২২, গাজানফর ২২; মিরাজ ৩/৪২, সাকিব ২/৩৫, রিশাদ ২/৩৭)

বাংলাদেশ: ১০৯ (২৮.৩ ওভার; হৃদয় ২৪, সাইফ ২২; রশিদ ৫/১৭, আজমতুল্লাহ ৩/২৭)

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়