News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪১, ১৯ অক্টোবর ২০২৫

গ্রহণযোগ্যতা কমেছে বাংলাদেশের পাসপোর্টের

গ্রহণযোগ্যতা কমেছে বাংলাদেশের পাসপোর্টের

ছবি: সংগৃহীত

হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম; ভিসার অপব্যবহার ও বিদেশে কিছু অনিয়ম দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ভিসা বিধিনিষেধ কড়াকড়ি করার কারণে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক কনসালটিং প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স (Henley & Partners) কর্তৃক প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট সূচক ২০২৫ অনুসারে, বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। মোট ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম, যা গত বছরের তুলনায় নিম্নমুখী প্রবণতা নির্দেশ করছে।

অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত ও উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশিদের ভিসা প্রদানে অনাগ্রহ দেখাচ্ছে। 

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে মূল কারণ হিসেবে রয়েছে ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন, এবং কিছু বাংলাদেশির বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ড, যা দেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেক বাংলাদেশি ভ্রমণ ভিসা নিয়ে বিদেশে গিয়ে অবৈধভাবে কাজ করেন এবং তারপরে অনুমোদিত সময়সীমার চেয়ে দীর্ঘ সময় অবস্থান করেন। এমন অবস্থায় কেউ কেউ আটক বা নির্বাসিত হন। আবার অনেকে ভ্রমণ ভিসার মাধ্যমে অবৈধভাবে তৃতীয় কোনো দেশে স্থানান্তরিত হন। এ ধরনের আচরণ দেশের মানুষের সুনাম ক্ষুণ্ণ করছে।

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এ প্রসঙ্গে অভিবাসন বিশেষজ্ঞ ড. রাহমান কবীর মন্তব্য করেছেন, দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমতে থাকায় বৈধ ভ্রমণকারীদেরকেও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ে বাংলাদেশের পাসপোর্টের ভাবমূর্তি উন্নয়ন এবং বৈধ অভিবাসন নিয়ন্ত্রণের উপর অনেকটাই নির্ভর করছে।

বিশ্বব্যাপী ভিসা বিধিনিষেধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের জন্য কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালানো হচ্ছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, পাসপোর্ট গ্রহণযোগ্যতা বাড়াতে দেশীয় শিক্ষিত ও দক্ষ জনগণকে বৈধভাবে বিদেশে প্রেরণ, ভিসা ব্যবহারে সতর্কতা, এবং অবৈধ অভিবাসন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

সূত্র জানিয়েছে, হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচক বিভিন্ন দেশের পাসপোর্টের মাধ্যমে ভ্রমণের সুবিধা, ভিসা-মুক্ত প্রবেশাধিকার, অনলাইন ভিসা প্রক্রিয়া এবং আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তিতে প্রস্তুত করা হয়। বাংলাদেশের অবস্থান ১০০তম হওয়া দেশটির আন্তর্জাতিক গতিশীলতা সীমিত করছে এবং বৈদেশিক ভ্রমণ ও পেশাগত সুযোগে প্রভাব ফেলছে।

সম্পর্কিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, একজন দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা কেবল সরকারের নীতি বা দেশের অর্থনৈতিক উন্নতির ওপর নির্ভর করে না; এটি মানুষের আচরণ, বৈধতা মেনে চলা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ওপরও নির্ভরশীল। বাংলাদেশের পাসপোর্টকে পুনরায় সম্মানজনক অবস্থায় নিয়ে আসতে সকল স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়