শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি
সরকারি অনুমোদনের সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
রবিবার (১৯ অক্টোবর) অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এই বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) প্রদান করা হবে। তবে এর সঙ্গে কিছু শর্ত দেওয়া হয়েছে। বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল ও কৃষি/মৎস ডিপ্লোমা) সংক্রান্ত এমপিও নীতিমালা ও প্রজ্ঞাপন অনুসরণ করা আবশ্যক। ভাতা প্রদানের ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য থাকবে না, সকল আর্থিক বিধি-বিধান মানা হবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। প্রশাসনিক মন্ত্রণালয় জারি করা জি.ও-এর চার কপি অর্থ বিভাগে পাঠাবে। এই প্রজ্ঞাপন ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: আমরণ অনশনে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
এর আগে, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া (সর্বনিম্ন ৩,০০০ টাকা), ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। গত রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচিতে সারাদেশ থেকে বিপুল শিক্ষক-কর্মচারী অংশ নেন। পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। এরপর সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি শুরু হয়।
শিক্ষক নেতারা সরকারী ৫ শতাংশ বাড়িভাড়া প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তাদের মূল দাবিগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
রবিবার (১৯ অক্টোবর) শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ পালন করার ঘোষণা দিয়েছেন তারা। মিছিলে শিক্ষকরা খালি থালা ও প্লেট হাতে অংশ নেবেন।
সরকারের প্রজ্ঞাপন এবং শিক্ষক আন্দোলন একযোগে চলার কারণে শিক্ষাব্যবস্থা ও আন্দোলন পরিস্থিতি দুটোই চোখে পড়ার মতো গুরুত্ব পেয়েছে।
শিক্ষকরা জানিয়েছেন, তারা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত অবস্থান থেকে ফেরবেন না।
নিউজবাংলাদেশ.কম/পলি