News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

“অশুভ শক্তি বিদায় হয়নি, ধর্মভিত্তিক বিভাজনের ষড়যন্ত্র চলছে”

“অশুভ শক্তি বিদায় হয়নি, ধর্মভিত্তিক বিভাজনের ষড়যন্ত্র চলছে”

ফাইল ছবি

একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতি ও রাষ্ট্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে এবং বিভিন্ন ইস্যু তৈরি করে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়িয়েছি। তবে লড়াইয়ের মাধ্যমে অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায় না। সকল নাগরিকের সমন্বয়ে রাজনীতি করা— সেটিই দলের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 

তিনি জোর দিয়ে বলেন, আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চাই না।

আরও পড়ুন: “দেশে অস্থিরতা ও দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে”

সাংবিধানিক অধিকার প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নাগরিকদের যেসব অধিকার সংবিধানে নিশ্চিত করা আছে, সেগুলো কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রে অনৈক্য সৃষ্টি করতে চায়, যা গণতন্ত্র ও নাগরিক ঐক্যের পরিপন্থী।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের দেশের জনগণ রাজনৈতিকভাবে প্রতিহত করবে।

তিনি সতর্ক করে বলেন, কোনো কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরিরও চেষ্টা করছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। নাগরিক হয়ে, সম্প্রদায়িক বিভাজন এড়িয়ে, সবাইকে স্বাধীনভাবে ধর্মের চর্চা করতে হবে।

তিনি আহ্বান জানান, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় এবং ধর্মকে বিভাজনের হাতিয়ার করতে চায়, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়