News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ১৯ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:০০, ১৯ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ঠেকাতে ‘মব’ করা হয়েছে: রিজভী

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ঠেকাতে ‘মব’ করা হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র সংগ্রহ ঠেকাতে ‘মব’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সারাদেশে আইনবহির্ভূতভাবে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন। একইসঙ্গে জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র করতে হবে। ফ্যাসিবাদের আমলে স্থাপিত উদ্দেশ্যপ্রণোদিত কেন্দ্রগুলোও বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: উত্তাল সাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রসঙ্গত, গত রবিবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের এক নেত্রীকে মনোনয়ন ফরম তুলতে বাঁধা দেওয়া হয়। এ সময় মব তৈরি করে আটকে দেওয়ার অভিযোগও তোলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়