হোমনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
অবশেষে ধর্ষণের সাতদিন পর গ্রেপ্তার হলো কুমিল্লার হোমনা ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী কুখ্যাত সন্ত্রাসী সুমন।
শুক্রবার বেলা ২টায় পার্শ্ববর্তী মেঘনা উপজেলার মুগারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে হোমনা থানা পুলিশ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ফজলে রাব্বী বিয়য়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে মোট আটটি মামলা রয়েছে।
তার গ্রেপ্তারের খবর শুনে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
তিতাস-হোমনার সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর আন্তরিক সহযোগিতা ও তদারকিতে এই কুখ্যাত সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে হোমনা থানা পুলিশ। তিনি সুদূর সৌদি আরব থেকেও সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দশনা দিয়েছেন হোমনার আইনশৃঙ্খলা বাহিনীকে।
উল্লেখ্য, গত ৩ মে শুক্রবার ১১টার দিকে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী তার বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার দাড়িগাও গ্রামের রেজাউল করিম ওরফে রাজা মিয়ার ছেলে সুমন (২৯) ভঙ্গারচর গ্রামের রজ্জব আলী মাস্টারের কাঠবাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে পরদিন ৪ মে শনিবার সুমনকে একমাত্র আসামি করে হোমনা থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এই ঘটটনার প্রতিবাদে এবং সুমনকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে হোমনায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ








