News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

ইতালিতে রাজনৈতিক আশ্রয় চায় ৪০ হাজার বাংলাদেশি

ইতালিতে রাজনৈতিক আশ্রয় চায় ৪০ হাজার বাংলাদেশি

ফাইল ছবি

ইতালিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ৪০ হাজার বাংলাদেশি নাগরিক। তবে এর মধ্যে ৯৮ শতাংশ আবেদন ইতোমধ্যেই বাতিল করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো।

জানা গেছে, বর্তমানে ইতালিতে বৈধভাবে দুই লাখের বেশি বাংলাদেশি রয়েছেন। তবে অবৈধভাবে অবস্থান করছেন প্রায় ৭০ হাজার নাগরিক। ভুয়া কাগজপত্র ও গরমিল তথ্যের কারণে সম্প্রতি ইতালি সরকার ৩০ হাজার বাংলাদেশির কাজের অনাপত্তি সনদ বাতিল করেছে।

রাষ্ট্রদূত জানান, অবৈধ অভিবাসন রোধে উদ্বিগ্ন ইতালি সরকার। তবে বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে তারা আগ্রহী এবং এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চায়।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, মানব পাচার রোধসহ অবৈধ অভিবাসন বন্ধে দুই দেশের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার স্পষ্ট বার্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেন, বাংলাদেশি নাগরিকেরা কীভাবে ইতালি যাচ্ছেন, সেখানে গিয়ে কী সমস্যায় পড়ছেন এবং ভবিষ্যতে অবৈধ অভিবাসন রোধে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে নতুন আইন প্রণয়নের বিষয়েও কথা হয়েছে।

প্রসঙ্গত, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতেদোসি ঢাকা সফরে এসে একই বিষয়ে আলোচনা করেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়