News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৯, ১৯ আগস্ট ২০২৫

আন্দোলনে বাধা দেওয়ায় এনবিআরের আরও ৯ কর্মকর্তা বরখাস্ত

আন্দোলনে বাধা দেওয়ায় এনবিআরের আরও ৯ কর্মকর্তা বরখাস্ত

ফাইল ছবি

আন্দোলন চলাকালে দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের আরও ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে কাস্টমস বিভাগের চার কর্মকর্তা এবং বিকেলে আয়কর বিভাগের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কমিশনার সেহেলা সিদ্দিকা, কর অঞ্চল-০৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব, ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মেসবাহ উদ্দিন খান, দিনাজপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১২ মে ঘোষিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’-এর বিরোধিতায় আন্দোলন চলাকালে এসব কর্মকর্তা দাপ্তরিক কাজ ব্যাহত করেন এবং সহকর্মীদের কাজ ফেলে আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করেন। এতে রাজস্ব আহরণ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩ শর্তে পিতৃত্বকালীন ছুটির পক্ষে মত পরিবার কল্যাণ উপদেষ্টার

সাময়িক বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মে ও জুন মাসে রাজস্ব খাতে সংস্কারের দাবিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করেছিলেন। ২৮ ও ২৯ জুন কর্মবিরতির পর ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হলেও পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়। এ পর্যন্ত তিনজন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং মোট নয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়