News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ১১ অক্টোবর ২০২৫

দেশে ফিরলেন শহিদুল আলম

দেশে ফিরলেন শহিদুল আলম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনগামী আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজ থেকে শহিদুল আলমকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে তাকে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের নেগেভ মরুভূমির কেৎজিয়েত কারাগারে।

মুক্তির পর ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছালে ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। সেখান থেকেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন: অতীশ দীপঙ্করের দর্শনে শান্তি ও মানবতার বার্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রসঙ্গত, দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর সদস্য হিসেবে ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দিতে এই নৌবহরে যোগ দিয়েছিলেন। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে যাত্রা করা ওই বহরে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নিয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়