News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:৪০, ২ সেপ্টেম্বর ২০২৫

সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, এক হাজারের বেশি মানুষের মৃত্যু

সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, এক হাজারের বেশি মানুষের মৃত্যু

ছবি: সংগৃহীত

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ওই গ্রামে একজন ছাড়া আর কেউ জীবিত নেই।

সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে দারফুর অঞ্চলে নিয়ন্ত্রণকারী ওই গ্রুপের প্রধান। তারা জানায়, ভারী বর্ষণের পর গত ৩১ আগস্ট পাহাড়ধসের এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। মরদেহ উদ্ধারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তা চাওয়া হয়েছে।

সংগঠনটি জানায়, ভূমিধসে গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুর্গম এ অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন বহু বাস্তুচ্যুত মানুষ। তবে সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধেরও ঘাটতি ছিল।

আরও পড়ুন: ভূমিকম্পে আফগানিস্তানে নিহত ৮০০ ছাড়াল, আহত আড়াই হাজার

উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতের কারণে দুই বছরের বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে ইতোমধ্যেই অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জীবন বাঁচাতে পাহাড়ে আশ্রয় নেওয়া সেই মানুষদের এবার প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল জীবন। সূত্র: সিএনএন

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়