News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ১ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:২১, ১ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬২২, আহত ১৫ শতাধিক

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬২২, আহত ১৫ শতাধিক

ছবি: দ্য স্ট্রেইট টাইমস

আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত ৬২২ জনের মৃত্যু এবং  এক হাজার পাঁচশ জন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে হতাহতদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির কর্তৃতৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সএ  তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানে ভূমিকম্পটি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও অন্তত তিনবার আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী কাবুলও, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এমনকি ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলাগুলোতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ২০

আন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে লিখেছেন, “দুঃখজনকভাবে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উদ্ধারকাজ চালাচ্ছেন। জীবন বাঁচাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তানে এ ধরনের দুর্যোগের দীর্ঘ ইতিহাস রয়েছে। গত তিন দশকে দেশটিতে ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৯৯১ সালের হিন্দুকুশ অঞ্চলের ভূমিকম্পে ৮৪৮ জন এবং ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ৩০০ জন নিহত হয়েছিলেন।

স্থানীয়রা বলছেন, এবারের ভূমিকম্প দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালীগুলোর একটি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়