News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৫, ৩১ আগস্ট ২০২৫

ইউক্রেনে ৫ শতাধিক ড্রোন ও ৪৫ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে ৫ শতাধিক ড্রোন ও ৪৫ ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার একরাতে সমন্বিত হামলায় আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা এটিকে যুদ্ধ শুরুর পর থেকে দেশের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে উল্লেখ করছেন। কিয়েভ, জাপোরিজঝিয়া ও দিনিপ্রোতে সর্বাধিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত থেকে শনিবার (৩০ আগস্ট) ভোর পর্যন্ত একযোগে ৫০০’রও বেশি ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্তত ১৪টি অঞ্চলে হামলা চালায় রাশিয়া। 

জাপোরিজঝিয়ায় একজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আহতদের মধ্যে কিয়েভের সংখ্যা ৬৩ জনের বেশি।

জাপোরিজঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, আক্রমণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, প্রায় ২৫,০০০ বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় পড়েছেন। স্থানীয় বিদ্যুৎ সংস্থা মেরামতের কাজ শুরু করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো এটিকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: গাজায় একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া শান্তি আলোচনার জন্য নির্ধারিত সময়কেই আক্রমণের প্রস্তুতির জন্য ব্যবহার করেছে। তিনি রাশিয়ার ব্যাংকিং ও শক্তি খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কূটনীতিক জন কেলি নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, রাশিয়ার এই আক্রমণ শান্তিপ্রয়াস নিয়ে শঙ্কা তৈরি করেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকো যুদ্ধবিরতির প্রস্তাব দেন এবং ভবিষ্যৎ আলোচনার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করে বলেন, ইউক্রেনে অভিযান কোনোভাবেই বন্ধ হবে না; বরং সব ফ্রন্টলাইনে হামলা আরও জোরদার করা হবে। তার দাবি, ইউক্রেনীয় সেনারা ক্রমশ বিপর্যস্ত হচ্ছে এবং রুশ বাহিনীর অগ্রগতি কৌশলগতভাবে সুস্পষ্ট।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন প্রথমবারের মতো কোরীয় সেনাদের রাশিয়ার হয়ে কুর্স্ক অঞ্চলে যুদ্ধের ফুটেজ প্রচার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের আসন্ন বেইজিং বৈঠককে ঘিরে নতুন বিতর্ক ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এখন শুধু দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই; এটি এক নতুন বৈশ্বিক শক্তির পাল্টাপাল্টি অবস্থান ও ভূরাজনৈতিক সংঘাতের প্রতীক হয়ে উঠেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়