News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৭, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:৪৩, ২২ আগস্ট ২০২৫

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

ছবি: সংগৃহীত

সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহেকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনা শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিক্রমসিংহে তার স্ত্রীর একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন। তখন তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। অভিযোগ উঠেছে যে, সেই সফরের জন্য তিনি সরকারি অর্থ ও নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্ত সংস্থা তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭০

তদন্তকারী সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জানিয়েছে, বিক্রমসিংহে যদিও দাবি করেছিলেন যে তার স্ত্রীর ভ্রমণ খরচ সম্পূর্ণ নিজ অর্থে হয়েছিল এবং এতে কোনো সরকারি অর্থ ব্যবহার করা হয়নি, কিন্তু তদন্তে দেখা গেছে যে পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছে। 

পুলিশ বলছে, ব্যক্তিগত সফরের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা অপরাধ।

২০২২ সালের জুলাই মাসে শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর বিক্রমসিংহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঋণ ও পুনর্গঠন চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে মনে করা হয়। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি ক্ষমতা হারান।

এই গ্রেফতারের ঘটনা দেশটির রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এর ফলে শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়