News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ৭ মে ২০২৫

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, নিহত ৩

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, নিহত ৩

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার জেরে দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র—ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

বুধবার (৭ মে) প্রথম প্রহরে পাকিস্তানের অন্তত পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ চালিয়েছে, যাতে ভারতীয় সেনাবাহিনী তিনজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে।

ভারত সরকারের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন সিন্দুর’ নামে চালানো এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে ৯টি স্থানে হামলা চালানো হয়েছে। 

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, এসব স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘাঁটি ছিল এবং ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা সেখান থেকেই হচ্ছিল। 

আরও পড়ুন: একদিনে ৪ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে কামান থেকে গোলাবর্ষণ করেছে। এর উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (ISPR) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত বাহাওয়ালপুর, কোটলি ও মুজাফফরাবাদে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। তবে ভারতীয় বাহিনী পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। হামলাগুলো ভারতের আকাশসীমার ভেতর থেকেই চালানো হয়েছে।

তিনি আরও জানান, পূর্ব আহমেদপুরে এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। কোটলিতে আরও দুই বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

পাকিস্তানের জিও নিউজ জানায়, পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাটি ছিল নির্ভুল ও কৌশলগত।

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পাল্টাপাল্টি বক্তব্য, কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং একাধিক চুক্তি বাতিলের পর অবশেষে সরাসরি সামরিক হামলায় রূপ নেয় এই বিরোধ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়