News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১২, ১০ সেপ্টেম্বর ২০২৫

অ্যাপল নিয়ে এলো স্টাইলিশ আইফোন, অ্যাপল ওয়াচ ও এয়ারপডস প্রো-৩ 

অ্যাপল নিয়ে এলো স্টাইলিশ আইফোন, অ্যাপল ওয়াচ ও এয়ারপডস প্রো-৩ 

ছবি: ইন্টারনেট

গেলো রাতে যুক্তরাষ্ট্রে অ্যাপলের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে টিম কুক নতুন পণ্যের ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে বড়সড় ইভেন্টের আয়োজন করে অ্যাপল। সেই অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হয়, ফলে সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা সেই অনুষ্ঠান সরাসরি দেখেছেন।
 
এবারের ইভেন্টে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আইফোন ১৭ সিরিজ, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস প্রো-৩। নতুন ডিভাইসগুলোর মধ্যে আইফোন এয়ার, অ্যাপল ওয়াচ সিরিজ ১১, এসই ৩, আল্ট্রা ৩ এবং এয়ারপডস প্রো ৩ উল্লেখযোগ্য। 

আইফোন ১৭: বড় স্ক্রিন, শক্তিশালী প্রসেসর
আইফোন ১৭-এর বেসিক মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চির স্ক্রিন, যা আগের মডেলগুলোর তুলনায় বড়। এতে প্রথমবারের মতো ‘প্রো মোশন’ সাপোর্ট সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটিতে রয়েছে ‘সিরামিক শিল্ড’ এবং সাত স্তরের অ্যান্টিগ্লেয়ার কোটিং। 

নতুন ‘এ১৯’ প্রসেসরে চালিত এই ফোনটি ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। সামনের ১৮ মেগাপিক্সেল ‘সেন্টার স্টেজ’ ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট মোডে সুইচ করতে পারে, যা ছবিকে আরও শার্প করে। ক্যামেরা সিস্টেমে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ফিউশন আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ২এক্স অপটিক্যাল কোয়ালিটি টেলিফটো সেটআপ।

আরও পড়ুন: ফেসবুক ফিরিয়ে আনছে জনপ্রিয় ‘পোক’ ফিচার

আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স: প্রো-লেভেল ফটোগ্রাফি
টিম কুক জানিয়েছেন, আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্সে রয়েছে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে উন্নত ক্যামেরা সিস্টেম। প্রোম্যাক্স মডেলে তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ‘টেট্রা প্রিজম’ টেলিফটো লেন্স রয়েছে। 
আইফোন ১৭ প্রো-তেও একইভাবে তিনটি ৪৮ মেগাপিক্সেল ‘ফিশন’ ক্যামেরা রয়েছে, যা উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে আরও বিস্তারিত ও সঠিক রঙের ছবি তুলবে। এই ফোনটির দাম ১ হাজার ৯৯ ডলার এবং প্রো-ম্যাক্সের দাম ১ হাজার ১৯৯ ডলার।

আইফোন এয়ার: সবচেয়ে পাতলা আইফোন
অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টের্নাস জানিয়েছেন, আইফোন এয়ার মাত্র ৫.৬ মিমি পাতলা এবং এর ডিজাইন সম্পূর্ণ নতুন। এতে রয়েছে ১২০ হার্টজ ‘প্রো-মোশন’ সাপোর্ট এবং ‘অলয়েজ অন ডিসপ্লে’ ফিচার। সিরামিক শিল্ডের তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী এই ফোনটির ক্যামেরা সিস্টেমে ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা। 

আইফোন এয়ারে ‘এ১৯ প্রো’ চিপের পাশাপাশি নতুন ‘এন১’ চিপ যোগ করা হয়েছে, যা বেজ ও প্রো-মডেলের মধ্যে পার্থক্য কমিয়েছে। এছাড়া, ‘সি১এক্স’ মডেম ফোনটিকে আরও দ্রুত ও শক্তিসাশ্রয়ী করেছে।

এয়ারপডস প্রো ৩: বিশ্বের সেরা নয়েজ ক্যানসেলেশন
অ্যাপলের হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেট বার্জারন জানিয়েছেন, এয়ারপডস প্রো ৩-এ রয়েছে বিশ্বের সেরা অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), যা ওয়্যারলেস ইন-ইয়ার ইয়ারবাডের মধ্যে অতুলনীয়। নতুন ডিজাইনের এই এয়ারপডসে উন্নত বেজ এবং প্রশস্ত সাউন্ডস্টেজের মাধ্যমে অডিওর মান আরও উন্নত করা হয়েছে।

এছাড়া, ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য এতে যোগ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফিটনেস অ্যাপে হার্ট রেটসহ ৫০টি ভিন্ন ধরনের ওয়ার্কআউট ট্র্যাক করতে পারবেন।

অ্যাপল ওয়াচ: নতুন ফিচার, উন্নত ডিজাইন
অ্যাপল ওয়াচ এসই ৩: অ্যাপল ওয়াচ এসই ৩-এ রয়েছে এস১০ প্রসেসর এবং প্রথমবারের মতো ‘অলয়েজ অন ডিসপ্লে’ ফিচার। এতে হাতের কব্জির জেসচার সাপোর্টও যোগ করা হয়েছে। এর দাম শুরু হয়েছে ২৪৯ ডলার থেকে।

অ্যাপল ওয়াচ সিরিজ ১১
অ্যাপল ওয়াচ সিরিজ ১১-এ ‘লিকুইড গ্লাস’ ডিজাইন এবং ২৪ ঘণ্টার ব্যাটারি লাইফ রয়েছে। নতুন ‘স্লিপ কোর’ ফিচার ঘুমের ধাপ বিশ্লেষণ করে ব্যবহারকারীদের ঘুমের মান সম্পর্কে তথ্য দেবে। এছাড়া, অপটিকাল হার্ট রেট সেন্সর ও নতুন অ্যালগরিদম সম্ভাব্য উচ্চ রক্তচাপ শনাক্ত করতে সাহায্য করবে। এর দাম ৩৯৯ ডলার।

অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩
এই মডেলের দাম ৭৯৯ ডলার। ১৯ সেপ্টেম্বর থেকে এসব বাজারে পাওয়া যাবে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়