News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ১১ অক্টোবর ২০২৫

নতুন অবতারে শাকিব খান

নতুন অবতারে শাকিব খান

শাকিব খান। ছবি: সংগৃহীত

নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিছুদিন আগেই ছবিটির অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা।

শুক্রবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার উন্মোচন করেন শাকিব খান। পোস্টারের সঙ্গে তিনি লেখেন, “Your Soldier at your service” — অর্থাৎ, “আপনার সৈনিক আপনার সেবায়!”

পোস্টারে শাকিবকে দেখা গেছে এক রহস্যময় ও দৃঢ়চেতা অবতারে। ঠোঁটের ওপরে মোটা গোঁফ, তীক্ষ্ণ দৃষ্টি ও গম্ভীর অভিব্যক্তি—সব মিলিয়ে এটি তার চিরচেনা লুক থেকে একেবারেই ভিন্ন।

নতুন এই রূপে ভক্তদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। অভিনেত্রী শাহনাজ খুশি মন্তব্য করেছেন, “দৃঢ় সৌন্দর্য ভাই!” আরেকজন লিখেছেন, “তাকে রণবীর কাপুরের মতো লাগছে।”

আরও পড়ুন: তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং রাকিন আবসার।

সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়