News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ১০ অক্টোবর ২০২৫
আপডেট: ০৯:৫৯, ১০ অক্টোবর ২০২৫

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও ফিরছেন তামিল সিনেমায়। শোনা যাচ্ছে, তিনি অভিনয় করতে যাচ্ছেন সিম্বু (সিলাম্বরসান টি.আর.)-এর বিপরীতে নতুন একটি গ্যাংস্টারধর্মী ছবি ‘অরাসান’-এ। ছবিটি পরিচালনা করছেন তামিল চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা ভেত্রীমারান।

তেলেগু গণমাধ্যমের খবরে জানা গেছে, সামান্থা বর্তমানে ছবিটি নিয়ে প্রাথমিক আলোচনায় রয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সব কিছু চূড়ান্ত হলে এটি হবে সামান্থা ও সিম্বুর বহু প্রতীক্ষিত পুনর্মিলন। তারা শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১০ সালের জনপ্রিয় রোমান্টিক ছবি ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’-তে।

সিনেমাটির গল্প ভেত্রীমারান পরিচালিত ধানুশ অভিনীত ‘ভাদা চেন্নাই’-এর বিস্তৃত জগতের অংশ বলে জানা গেছে। তাই শুরু থেকেই দর্শকদের মধ্যে ‘অরাসান’ নিয়ে বেশ কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

তামিল ইন্ডাস্ট্রিতে সামান্থার সর্বশেষ কাজ ছিল ২০২২ সালের ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’, যেখানে তিনি অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়।

আরও পড়ুন: জুবিন গর্গের মৃত্যু: চাচাতো ভাই গ্রেফতার

এর আগে সামান্থাকে দেখা গেছে অ্যামাজন প্রাইমের অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’-তে, যেখানে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়