News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১২, ৬ অক্টোবর ২০২৫

আমি ভাঙা নই, আমি অস্বস্তিকর নারী: বাঁধন

আমি ভাঙা নই, আমি অস্বস্তিকর নারী: বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দেখিয়ে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশীয় অঙ্গন ছাড়িয়ে বলিউড ও কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ—সব জায়গাতেই সরব ছিলেন এই সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী।

রবিবার (৫ অক্টোবর) বাঁধন নিজের ফেসবুক পেজে ‘সমাজ আর একজন অস্বস্তিকর নারী’ শিরোনামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি তুলে ধরেছেন নিজের জীবনের ব্যর্থতার গল্প, যা তাকে এনে দিয়েছে সাফল্যের নতুন সংজ্ঞা।

বাঁধন লিখেছেন, “আমি এমন এক মেয়ে হতে চেয়েছিলাম, যে সবাইকে খুশি রাখে—অনুগত, বাধ্য, শান্তভাবে মানিয়ে নেয়। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। পরিবারের প্রত্যাশিত মেয়ে হতে পারিনি, সমাজের বানানো ‘নারী’ও হতে পারিনি। আর সেই ব্যর্থতার জন্য আজ নিজেকেই ধন্যবাদ জানাই।”

নিজের ব্যর্থতা নিয়ে আরও লেখেন, “আমি অন্য কারও স্ক্রিপ্টে বাঁচার জন্য জন্মাইনি। আমার কথা অনেকের কাছে অস্বস্তিকর, আমার কাজ অনেকের সান্ত্বনার সীমা ভেঙে দেয়। আমি সহজ মানুষ নই, কিন্তু নির্মমও নই। আমি কাউকে আঘাত দিই না, অসম্মানও করি না, যদিও অনেকেই আমার প্রতি তা করে।”

আগামীতে ৪২ বছরে পা রাখতে যাওয়া এই অভিনেত্রী জীবনের নতুন পর্যায়ে এসে খুঁজে পেয়েছেন ভেতরের শান্তি। তিনি লিখেছেন, “চল্লিশের পর এসে আমি নিজের সঙ্গে শান্তিতে আছি। এখন আমি বাঁচি আমার মতো করে—স্বাধীনভাবে, সৎভাবে, বিনা ক্ষমাপ্রার্থনায়। কেউ এতে কষ্ট পেলে, উপেক্ষা করুক, ব্লক করুক, ঘৃণা করুক—আমার কিছু যায় আসে না। কারণ যাদের আমি অস্বস্তিতে ফেলি, তাদের পাশাপাশি অনেকেই আছে যারা আমাকে ভালোবাসে, বোঝে, আমার সত্যে শক্তি খুঁজে পায়। আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকে ভালোবাসি।”

আরও পড়ুন: হুমায়ূন আহমেদকে নিয়ে স্ত্রী গুলতেকিনের পোস্ট, যা বললেন নুহাশ

পোস্টের শেষে বাঁধন লেখেন, “আমি ভাঙা নই। আমি শুধু এমন এক পৃথিবীর কাছে অস্বস্তিকর, যে পৃথিবী এখনো আসল নারীকে ভয় পায়। ভালোবাসি তোমায়, আজমেরী হক বাঁধন। তুমি যে নারী হতে চেয়েছিলে, শেষ পর্যন্ত তুমি সেই নারীই হয়েছো।”

বাঁধনের এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়