হুমায়ূন আহমেদকে নিয়ে স্ত্রী গুলতেকিনের পোস্ট, যা বললেন নুহাশ

ফাইল ছবি
সম্প্রতি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে শোবিজ অঙ্গনের অনেকেই লেখকের প্রাক্তন স্ত্রীর যন্ত্রণায় সমব্যাথী।
গুলতেকিনের পোস্ট আলোচনার জন্ম দিতেই হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূন একটি পোস্টে লিখেছেন, ‘আপনি একজন শিল্পী বা সৃজনশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন। আবার এটাও বলতে পারেন যে ব্যক্তিগত জীবনে তিনি ত্রুটিপূর্ণ ছিলেন বা আছেন। এই দুটোই সত্য হতে পারে।’
এরপর তিনি যোগ করেন, ‘মানুষ জটিল এবং ত্রুটিপূর্ণ (ঠিক আপনার প্রিয় উপন্যাসের সেরা চরিত্রগুলোর মতো)। কেউ কেউ লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দেন, তবুও নিজেদের কাছের মানুষদের আঘাত করেন।’
গোপনে বাগদান সেরেছেন বিজয়-রাশমিকা!
সবশেষ তিনি লিখেছেন, ‘এর সমাধান এই নয় যে, যে কষ্ট পেলো সে চুপ থাকবে। আবার, এর সমাধান এটাও নয় যে, যিনি মারা গেছেন তার প্রতি অসম্মান দেখাবো।’
নুহাশ হুমায়ূন নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই সিনেমাটি সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। অস্কারজয়ী নির্মাতা জর্ডান পিল এবং অভিনেতা রিজ আহমেদ এটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি