News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৩, ১৬ জুন ২০১৫
আপডেট: ১৬:০৯, ১৯ জানুয়ারি ২০২০

স্বতন্ত্র স্কেলের দাবিতে শাবি শিক্ষকদের কর্মবিরতি

স্বতন্ত্র স্কেলের দাবিতে শাবি শিক্ষকদের কর্মবিরতি

সিলেট: স্বতন্ত্র বেতন স্কেল, সরকারি কর্মকর্তাদের অনুরূপ গাড়ি ও অন্যান্য সুবিধার দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাবি শিক্ষক সমিতি এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা অচিরেই শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের ঘোষণা দেওয়ার দাবি জানান। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যবর্তী সময়ে ঘোষিত বেতন কাঠামো পুনঃনির্ধারণ করে সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা জ্যেষ্ঠ সচিবদের সমতুল্য করার দাবি জানান তারা।

এছাড়া অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমতুল্য করে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করাসহ শিক্ষকদের যৌক্তিক বেতন স্কেল ও মর্যাদা নিশ্চিত করারও দাবি জানানো হয়। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন শিক্ষক নেতারা।
কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল গনিসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়