মুক্তিযোদ্ধা গেজেটভূক্তির আবেদন যাচাই কার্যক্রম স্থগিত
ঢাকা: উপজেলা পর্যয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভূক্তির আবেদন যাচাই বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী ২৮ মার্চ এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
বুধবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করে চুড়ান্ত তালিকা প্রকাশ না করার বিষয়ে আদালতের দেয়া রুলের পরিপ্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ সিদ্ধান্ত নিয়েছে। আদালতকর্তৃক দেওয়া নোটিশ পর্যালোচনা করে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধার আবেদন যাচাই কার্যক্রম শুরুর নতুন তারিখ জানানো হবে।”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সভাপতিত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ২৮ মার্চ, ৪ ও ১১ এপ্রিল সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








