News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ১৫ আগস্ট ২০১৫
আপডেট: ২২:৪৯, ১৯ জানুয়ারি ২০২০

২ স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় হত্যা মামলা: গ্রেফতার আরও ১

২ স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় হত্যা মামলা: গ্রেফতার আরও ১

মাদারীপুর: জেলার মস্তফাপুরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগের মামলায় রকিব শিকদার (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগী এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। রাকিব মস্তফাপুর ইউনিয়নের কামাল শিকদারের ছেলে।

এর আগে ওই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিপন ও রফিকুল নামে দুই জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বাকি আসামিরা হলেন- রানা, উজ্জ্বল, মেহেদী ও সুজন।

মাদারীপুরের মস্তফাপুরে ৮ম শ্রেণির দুই শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা ঘটনায় ৭ যুবককে আসামি করে হত্যা মামলা রজ্জু করা হয় মাদারীপুর সদর থানায়। শুক্রবার সকাল থেকে একজন নির্বাহী ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের সদস্যদের নিকট নিহত দুই কিশোরীর লাশ হস্তান্তর করার পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

ময়না তদন্তকারী চিকিৎসক আলতাফ হোসেন জানিয়েছেন, দুই কিশোরীর পাকস্থলিতে কোমল পানীয় ও বিষের আলামত পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন, নিহতদের ভিসেরাসহ ও অন্যান্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় বস্তু সংরক্ষণ করা হয়েছে। রোববার এ ব্যাপারে ময়নাতদন্তে নিযুক্ত সকলকে নিয়ে সভাশেষে ময়নাতদন্তের প্রাথমিক অবস্থা জানানো যাবে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান, এ ঘটনায় ৭ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় হত্যা মামলা হয়েছে। মামলার আসামিরা হলো- রানা, শিপন, রফিকুল, মেহেদী, রাকিব, উজ্জ্বল ও সুজন।

এলাকাবাসী জানান, ঘটনাকে ধাপাচাপা দেবার জন্য বিষ খাবার নাটক সাজানো হয়েছে। ওই দুই শিক্ষার্থী বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তাদের উপর নির্যাতন করে কোমল পানির সাথে বিষ খাইয়ে হত্যা করা হয়। এরপর হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায় বখাটেরা।

এ ঘটনায় নারীদের নিরাপত্তা চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। এদিকে এলাকার প্রভাবশালীরা ঘটনাকে ধামাচাপা দেবার জন্য উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়