কিশোরগঞ্জে বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে গালাগাল

ছবি: সংগৃহীত
বিদেশে যাওয়ার জন্য ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে অশালীন ভাষায় গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
মাইক ভাড়া করে বিভিন্ন স্থানে অশালীন ভাষায় কথা বলার সেই ভিডিও তিনি নিজেই ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে রাব্বি বলেন, গত তিন–চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও প্রয়োজনীয় ১ লাখ টাকা জোগাড় করতে না পারায় যেতে পারছেন না। বিভিন্ন সমিতি ও প্রতিষ্ঠানের কাছে ঋণের আবেদন করেও কোনো সহযোগিতা পাননি। তার অভিযোগ, এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে ঋণ বন্ধ করে দিয়েছে।
রাব্বি ভিডিওতে আরও বলেন, “আমার কাছে কেউ এক টাকা পাবে না, কারও ক্ষতি করিনি, তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে।”
তিনি জানান, এর আগেও দুইবার ভিসা বাতিল হয়েছে। এবারও সৌদি আরবের ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়, যা দিতে অস্বীকৃতি জানান তিনি।
রাব্বির দাবি, এসব অবিচার ও হতাশা থেকেই তিনি উত্তেজিত হয়ে এমন কাজ করেছেন। ভিডিওতে দেখা যায়, তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।
পরে ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করে রাব্বি লেখেন, “প্রথমেই ক্ষমা চাইছি, আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। কেন করেছি, সেই কষ্টটা একটু শুনুন।”
আরও পড়ুন: রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আ. লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
রাব্বি জানান, তার এক ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি বিদেশে যেতে চান।
স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কেউ রাব্বির ব্যবহারে অপমানিত বোধ করেছেন, আবার কেউ বলছেন, চরম হতাশা ও মানসিক চাপে পড়ে এমন আচরণ করেছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি