News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৭, ১৯ অক্টোবর ২০২৫
আপডেট: ১৭:৪৭, ১৯ অক্টোবর ২০২৫

রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আ. লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আ. লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

ফাইল ছবি

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার দায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২),শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আফজাল খাঁন সুমন (৪২) এবং ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।

আরও পড়ুন: ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মার কারখানায় আগুন, আহত ১০

তালেবুর রহমান জানান, শনিবার দিবাগত রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকা থেকে আব্দুস সালেক, কদমতলীর মেরাজনগর থেকে জামাল উদ্দীন, পূর্ব রাজাবাজার থেকে আফজাল খান সুমন এবং ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেফতার করে ডিবির পৃথক দল।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়