News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৫, ১৯ অক্টোবর ২০২৫

ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মার কারখানায় আগুন, আহত ১০

ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মার কারখানায় আগুন, আহত ১০

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই উপজেলার বারোবাড়িয়া এলাকায় অবস্থিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন লেলিহান হয়ে পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়ে এবং কালো ধোয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায়।

ওষুধ কারখানার ভিতরে থাকা অফিসার ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। এসময় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি।

আরও পড়ুন: ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের আগুন

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে ফ্যাক্টরির আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কমান্ডার পলাশ মুদক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সদস্যরা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে আনে।

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ এবং প্রস্তুতি ওই রাতে বড় দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়