১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের আগুন

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে, পাশাপাশি সহায়তা দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে তারা টানা কাজ চালিয়ে গেছেন। আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। কর্মকর্তারা বলেন, “সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
আগুনের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর এলাকার একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের জিন হং মেডিকেল কারখানায়। এতে দুটি কারখানাই ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতায় একটি ভবনের ছাদ ধসে পড়ে।
আরও পড়ুন: চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি