চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে সিইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত ওই পোশাক কারখানায় এ আগুন লাগে।
এইচএসসিতে ফেল সাড়ে ৪ লাখ শিক্ষার্থী
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, আল হামিদ টেক্সটাইল নামের নয়তলা ভবনের ওই পোশাক কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।
জসিম উদ্দিন বলেন, বেলা ২টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।’ =
নিউজবাংলাদেশ.কম/এনডি