লালমনিরহাটে ট্রাক্টর চালক অপহরণ
লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় রাশেদুল ইসলাম নামে এক ট্রাক্টর চালককে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর চেষ্টা করেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। রাশেদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র বলে জানা গেছে।
রাশেদুলের মা আছমা বেগম জানান, “বুধবার সন্ধ্যায় বাড়ী থেকে হাতীবান্ধা শহরে এলে রাশেদুল আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার সকালে তার ছেলে রাশেদুল তাকে ফোন করে জানান, ফেরার পথে বাড়ির সামনে থেকে তাকে কয়েকজন জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে একটি গুদাম ঘরে আটকে রাখা হয়েছে। ওই গুদাম ঘরটি কোথায় তা বলতে পারেনি জাহেদুল।”
বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করা হলে পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাকে কি কারণে অপহরণ করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন জানান, “রাশেদুলকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








