News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৮, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৮ জানুয়ারি ২০২০

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পঞ্চগড়: পঞ্চগড়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় পৌরসভার আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

পৌর মেয়র তৌহিদুল ইসলামের পরিচালনা ও পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর্জা আবুল কালাম দুলাল প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
 
নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়