সরাইল উপজেলা কোয়ার্টারে ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলা চত্বরের বিআরডিবি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের ওই কোয়ার্টারে এক পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালঙ্কারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
গৃতকর্তা মতিউর রহমান খান নিউজবাংলাদেশকে জানান, তার স্ত্রী উম্মে হেরাম বেগম বিআরডিবির মাঠসংগঠক পদে কাজ করেন। মঙ্গলবার দুপুরে বিশেষ প্রয়োজনে তিনি ব্যাংক থেকে ষাট হাজার টাকা তোলেন। গভীর রাতে মুখোশ পরা সংঘবদ্ধ একদল ডাকাত গ্রিলের তালা ভেঙে ঘরে ঢোকে।
তিনি আরো বলেন, ‘পরিবারের সদস্যদের ভয়-ভীতি দেখিয়ে ডাকাত দল হেরামকে পাউডারের সাহায্যে অজ্ঞান করে অন্যত্র সরিয়ে ফেলে। এসময় তার পরনে ও আলমারিতে থাকা ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬০ হাজার টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।
ওই কোয়ার্টারটির ৩ দিক অরক্ষিত। এ ঘটনার পরপরই কোয়ার্টারে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আজ সকালে ইউএনও ও উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ নিউজবাংলাদেশকে বলেন, ‘এ ঘটনা ডাকাতি নয়, চুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন নিউজবাংলাদেশকে বলেন, ‘‘উপজেলা পরিষদের কোনো প্রতিরক্ষা দেয়াল না থাকায় সব ধরনের মানুষ অবাধে যাতায়াত করছে। আর সন্ধার পর অফিসের বারান্দায় মাদকের আড্ডা বসে। চুরি-ডাকাতি তো হবেই। কোয়ার্টারে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের কোনো নিরাপত্তা নেই।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








