News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৮, ১৭ অক্টোবর ২০২৫

শনিবার খোলা থাকবে ব্যাংক

শনিবার খোলা থাকবে ব্যাংক

ফাইল ছবি

২০২৬ সালের হজ কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে শনিবার (১৮ অক্টোবর) দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ততক্ষণ ব্যাংকগুলোকে ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: রাস্তার ধারের খাবার ব্যবসাতে লাগবে বাধ্যতামূলক নিবন্ধন

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী নির্দেশনাটি জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়