News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৩, ৭ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, দেশে ভরিতে রেকর্ড

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, দেশে ভরিতে রেকর্ড

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমার প্রত্যাশার জেরে বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম নির্ধারণ করেছে। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৭২৬ টাকা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববাজারে স্পট গোল্ড প্রতি আউন্স ৩ হাজার ৯৫৬.০২ ডলারে স্থির হয়। যদিও এর আগের সেশনে এটি সর্বোচ্চ ৩ হাজার ৯৭৭.১৯ ডলারে পৌঁছে যায়, যা এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ। ডিসেম্বরের জন্য যুক্তরাষ্ট্রের সোনার মূল্য স্থির রয়েছে ৩ হাজার ৯৭২.২০ ডলারে।

সোমবার (৬ অক্টোবর) স্পট মার্কেটে সেশনের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড ৩ হাজার ৯৬৯.৯১ ডলারে পৌঁছায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৬.৩০ ডলারে।

স্যাক্সো ব্যাংক-এর প্রধান কমোডিটি বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, বিনিয়োগকারীদের সুযোগ মিস না করতে চাওয়া এবং প্রচলিত নিরাপদ বিনিয়োগ মাধ্যমগুলোর ওপর বিশ্বাস কমে যাওয়ার ফলে সোনার চাহিদা বাড়ছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমাগত সোনা ক্রয় ও কম সুদের হারও এই ধাতুর দাম বাড়াতে সহায়তা করছে।

কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কম সুদের পরিবেশে স্বর্ণই সবচেয়ে লাভজনক বিনিয়োগ। সারা বিশ্বের মানুষ স্বর্ণ মজুতের দিকে ঝুঁকছেন।

চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৫১ শতাংশ বেড়েছে। এর প্রধান কারণগুলো হলো:

  • অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা: মার্কিন সরকারের অচলাবস্থা, ডলারের প্রতি আস্থা হ্রাস, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-সংক্রান্ত উত্তেজনা এবং ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা।
  • সুদের হার কমার সম্ভাবনা: বর্তমানে ধারণা করা হচ্ছে, চলতি মাস এবং ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ দুই দফায় মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে।
  • কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা: চীন, রাশিয়া, ভারতসহ অনেক দেশ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ মজুত করছে।
  • সরবরাহ হ্রাস: খনিতে উৎপাদন হ্রাস ও সরবরাহ কমে যাওয়াও দাম বাড়াচ্ছে।

আরও পড়ুন: স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ, রুপা অপরিবর্তিত

স্কোরপিয়ন মিনারেলস-এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল ল্যাংফোর্ড মনে করেন, আগামী ৬ মাসে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৩০০ ডলার পর্যন্ত যেতে পারে। 

অন্যদিকে, গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ সোনার দাম ৪ হাজার ৯০০ ডলার পর্যন্ত উঠতে পারে।

বিশ্ববাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বাজুস দেশের বাজারেও সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি করেছে। 

সোমবার (৬ অক্টোবর) রাতে বাজুস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নতুন দাম মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, আন্তর্জাতিক বাজারে দামের উত্থান-পতনের প্রতিফলন দেশের বাজারেও ঘটে, যার ওপর ব্যবসায়ীদের কোনো নিয়ন্ত্রণ নেই।

নতুন দাম অনুযায়ী (প্রতি ভরি):

  • ২২ ক্যারেট: ২ লাখ ৭২৬ টাকা (বৃদ্ধি ৩,১৫০ টাকা)।
  • ২১ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা।
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা।
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

এ নিয়ে চলতি বছর মোট ৬১ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো।

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়