এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বিকেলে

ছবি: সংগৃহীত
অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে মঙ্গলবার (৭ অক্টোবর)। এ দিন এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রবিবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর ২০২৫ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী নতুন দাম সমন্বয়ের ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার বিকেল ৩টায় এ সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত ২ সেপ্টেম্বর সর্বশেষ সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: দুই দিনে সোনামসজিদ দিয়ে দেশে এলো ৫৬ টন কাঁচামরিচ
২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম: বাড়ানো হয়েছিল: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। কমানো হয়েছিল: এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে। অপরিবর্তিত ছিল: ডিসেম্বর মাসে
নিউজবাংলাদেশ.কম/এসবি