News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ১৬ অক্টোবর ২০২৫

১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে ব্যবহার না করার প্রবণতা দেখা যাওয়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের কিছু এলাকায় এবং কিছু মানুষের মধ্যে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে গ্রহণে অনীহা প্রকাশের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তবে কাগজের নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ, এবং এগুলি নগদ লেনদেনে ব্যবহার না করা আইনবিরোধী।

আরও পড়ুন: সব রেকর্ড ছাপিয়ে সর্বোচ্চ পৌঁছালো স্বর্ণের দাম

বাংলাদেশ ব্যাংক সর্বসাধারণকে অনুরোধ করেছে, ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে নগদ লেনদেনে ব্যবহার করতে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব মুদ্রাকে গ্রহণে অনীহা প্রকাশ করার ফলে প্রচলিত আইন লঙ্ঘিত হয়। ফলে দেশের সবাইকে এই ধাতব নোট ও মুদ্রা লেনদেনে গ্রহণের বিষয়ে সচেতন ও উদার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ও ২ টাকার ধাতব নোট বা কয়েনের বৈধতা কেবল স্থান বা ব্যক্তি বিশেষের ইচ্ছের বিষয় নয়। এটি নাগরিকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য, এবং এ ধরনের মুদ্রা গ্রহণে অনীহা প্রকাশ করা সরকারের নির্ধারিত আইন ও নিয়মের পরিপন্থী।

 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়