News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৯, ১২ জুন ২০১৫
আপডেট: ০৯:৩০, ১৮ জানুয়ারি ২০২০

ফতুল্লা টেস্টে আবারও বৃষ্টির হানা

ফতুল্লা টেস্টে আবারও বৃষ্টির হানা

ফতুল্লা থেকে: ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর আবারও বৃষ্টি হানা দিয়েছে। ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে। সকালে ঝলমলে রোদে ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হলেও দুপুর নাগাদ হালকা বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা ৯০ ওভার মাঠে গড়ায়নি। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে তো বৃষ্টিবন্দিই ছিল ক্রিকেটাররা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার লাঞ্চ বিরতিতে ভারতের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৩৯৮ রান। মুরালি বিজয় (১৪৪) ও রাহানে (৫৫) রান নিয়ে অপরাজিত আছেন। মুরালি বিজয় ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে ভারত। টেস্টের প্রথম দিনেই শিখর ধাওয়ান ও বিজয় ওপেনিং জুঁটিতে ২৮৩ রান করে সফরকারীরা। 

প্রথম দিনের বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে শুক্রবার ব্যাটিং শুরু করে সফরকারী ভারত। তৃতীয় দিন ব্যাট করতে নেমে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতক তুলে নেন বিজয়।

তৃতীয় দিনের শুরুতেই সাকিব ও তাইজুলের স্পিনে একে একে সাজঘরে ফিরেছেন শিখর ধাওয়ান ১৭৩ , রোহিত শর্ম ৬ ও বিরাট কোহলি ১৪ রানে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়