News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩০, ১০ ডিসেম্বর ২০২৫

কুন্দের জোড়া গোলে জয়ের পথে ফিরল বার্সেলোনা

কুন্দের জোড়া গোলে জয়ের পথে ফিরল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াল বার্সেলোনা। বিরতির পর তিন মিনিটের ব্যবধানে জুল কুন্দের দুই গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। নতুন রূপে ফেরা কাম্প নউয়ে এটিই তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়।

ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ ড্র ও চেলসির বিপক্ষে ৩-০ গোলে হারের পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইউরোপসেরার মঞ্চে জয়ে ফিরল হান্সি ফ্লিকের শিষ্যরা।

প্রাথমিক পর্বে ৬ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে আছে বার্সেলোনা। চার নম্বর হার সয়ে ফ্রাঙ্কফুর্ট ৪ পয়েন্ট নিয়ে আছে ৩০ নম্বরে।

ম্যাচের শুরুটা ভালো ছিল বার্সেলোনারই। কিন্তু ২১তম মিনিটে থ্রু বলে ডিফেন্স ভেঙে নিচু শটে দলকে এগিয়ে নেন ফ্রাঙ্কফুর্টের আন্সগা। প্রথমার্ধে আরও একটি গোল হজম করতে বসেছিল বার্সা, যোগ করা সময়ে শাখিরি লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধান বাড়ত।

দ্বিতীয়ার্ধে বদলি নামার পর দ্রুত ম্যাচে প্রভাব ফেলেন মার্কাস র‍্যাশফোর্ড। ৫০তম মিনিটে তাঁর ক্রসে হেডে সমতা ফেরান কুন্দে। তিন মিনিট পর ইয়ামালের ক্রসে আরও একটি হেডে দলকে ২-১ গোলে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন: আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি, বাদ সাকিব

ম্যাচ জুড়ে আধিপত্য ছিল বার্সেলোনার ৭৬ শতাংশ পজেশন, ১৯ শটের মধ্যে ৭টি লক্ষ্যে। শেষ দিকে বল ধরে রেখে ব্যবধান রক্ষায় মনোযোগ দেয় দলটি।

২০২১-২২ ইউরোপা লিগে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে কাম্প নউয়ে ৩-২ গোলে হারের তেতো স্মৃতি ঝেড়ে এবার জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়