News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৫, ৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৫৮, ৯ ডিসেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপে প্রতিটি হাফে বাধ্যতামূলক ৩ মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’

২০২৬ বিশ্বকাপে প্রতিটি হাফে বাধ্যতামূলক ৩ মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’

ফাইল ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন নিয়ম হিসেবে প্রতিটি হাফের মাঝামাঝি (প্রায় ২২ মিনিটে) বাধ্যতামূলক ৩ মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হবে। আবহাওয়া গরম বা ঠাণ্ডা- যাই হোক, প্রতিটি ম্যাচে এই বিরতি থাকবেই।

আগের নিয়মে কেবলমাত্র তাপমাত্রা ৩১°C-এর বেশি হলে প্রায় ৩০ মিনিটে ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো। এবার সেই নিয়ম বদলে সব ম্যাচে সমান বিরতি নিশ্চিত করেছে ফিফা, যাতে প্রতিযোগিতায় ন্যায্যতা বজায় থাকে এবং কোনো দল আবহাওয়ার ভিত্তিতে সুবিধা বা অসুবিধায় না পড়ে।

২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে গরম ও উচ্চ আর্দ্রতায় কয়েকটি ম্যাচে খেলোয়াড়রা সমস্যায় পড়েছিলেন। গরম, আর্দ্রতা ও অতিরিক্ত ক্লান্তি মোকাবিলায় ঝুঁকি কমাতে ফিফা এই নতুন বিরতি বাধ্যতামূলক করেছে।

একই সঙ্গে, নতুন নিয়ম ‘সব ম্যাচে একই’ এটা নিশ্চিত করে, যাতে প্রতিযোগিতায় ন্যায্যতা বজায় থাকে। কোনো ম্যাচ শুধু আবহাওয়া বা ভেন্যু অনুযায়ী সুবিধা–অসুবিধা না পায়। 

এছাড়া, সময়সূচি নির্ধারণ করা  ব্রডকাস্টারদের জন্য স্লট সুবিধাজনক হবে, এবং আয়োজনকারী ও দর্শকদের জন্যও ম্যাচের গতি ও পরিকল্পনা সহজ হবে। 

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র মিলিয়ে। এটি হবে ইতিহাসের প্রথম ৪৮-দলীয় বিশ্বকাপ। মোট ১০৪টি ম্যাচ  গ্রুপ স্টেজ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত। প্রথম ম্যাচ হবে ১১ জুন ২০২৬ তারিখে, যেখানে মুখোমুখি হবে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। 

খেলোয়াড়দের জন্য গরম, আদ্রতা বা ক্লান্তি যে কোনো ভৌগোলিক বা আবহাওয়া-প্রভাব থাকলে নিয়মিত পানি পানের সুযোগ মিলে। ফলে ইনজুরি বা দৈহিক সমস্যার সম্ভাবনা কমবে। 

৪৫-মিনিট হাফ যেমন থাকবে, কিন্তু নিয়মিত বিরতি মানে এখন হাফগুলো ‘প্রায় দুই ভাগে’ হবে যা কেসভেদে খেলার গতিতে কিছু পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুন: বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

ব্রেক থাকা মানে কোমার্শিয়াল / বিজ্ঞাপন / বিশ্লেষণ এর জন্য সুনির্দিষ্ট সময় পাওয়া যাবে। ফলে সম্প্রচারে নতুন সুবিধা তৈরি হতে পারে। আবার, খেলোয়াড় বা কোচরা ওই সময় স্ট্র্যাটেজি পরিবর্তন করতে চাইলে খেলা একটু ভিন্ন রূপ নিতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়