বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা
ফাইল ছবি
সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অসামান্য স্বীকৃতি ও অবদানের জন্য মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া পদক ২০২৫ প্রদান করতে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এ বছর নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণ—এই চারটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চার নারীকে এই সম্মাননা দেওয়া হবে।
ক্রীড়াক্ষেত্রে নারী জাগরণে সৃষ্টিতে ভূমিকার জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা সদস্য ঋতুপর্ণা চাকমা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় পুরস্কার–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে এই বছর 'বেগম রোকেয়া পদক ২০২৫' পাচ্ছেন: নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) ড. রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। গত বৃহস্পতিবার সুপারিশগুলো প্রধান উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়।
আরও পড়ুন: ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন চার বিশিষ্ট নারী
বাংলাদেশের তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নারী জাগরণে এক বিশেষ ভূমিকা রেখেছেন। তার জোড়া গোলের উপর ভর করেই বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
এছাড়াও, গত বছর সাফ ফাইনালে তার গোলের সুবাদেই লাল-সবুজের প্রতিনিধিরা নেপালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল। সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে জাতীয় দলে জার্সি পরে তিনি শুধু সাফ জয় বা এশিয়ান কাপে দেশকে নিয়ে যাননি, বরং তার পথচলা দেখে বহু নারী ফুটবলসহ অন্যান্য খেলাধুলায় আসতে উৎসাহিত হয়েছেন। এই বিশেষ অবদানের জন্যই তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ এই পদক পেয়েছিলেন।
৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস। এই দিনটিই বাংলাদেশে ‘রোকেয়া দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বেগম রোকেয়া নারীশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকারের জন্য আমৃত্যু লড়াই করে গেছেন।
রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
প্রসঙ্গত, দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক গত বছর বাংলাদেশ নারী ফুটবল দল পেয়েছিল। ক্রীড়াক্ষেত্রে নারী দল হিসেবে সেটিই ছিল প্রথম একুশে পদক প্রাপ্তি।
নিউজবাংলাদেশ.কম/পলি








