News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৯, ৮ ডিসেম্বর ২০২৫

যুব হকি বিশ্বকাপে অস্ট্রিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

যুব হকি বিশ্বকাপে অস্ট্রিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: সংগৃহীত

যুব হকি বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ৫-৪ গোলে রোমাঞ্চকর জয় তুলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুব হকি দল। এ জয় বাংলাদেশ হকির ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ট্রফি জয়ের রেকর্ড স্থাপন করেছে। এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ মূল বিশ্বকাপের ১৭তম স্থান নিশ্চিত করেছে। ম্যাচে বাংলাদেশের তিনটি গোল করেন অধিনায়ক আমিরুল ইসলাম, বাকি দুটি গোল করেছেন হুজায়ফা হোসেন ও রাকিবুল হাসান। আজকের এই জয়ে বাংলাদেশ চ্যালেঞ্জার্স কাপও জয় করেছে।

বাংলাদেশের শুরু থেকে দারুণ আধিপত্য লক্ষ্য করা গেছে। ৩৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ছিল ৩-০ গোলে। ম্যাচের প্রথম কোয়ার্টারে ১৫ মিনিটে আমিরুল ইসলাম এবং ২৭ মিনিটে হুজায়ফা হোসেন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের গোল বাংলাদেশের লিড আরও শক্তিশালী করে। তৃতীয় কোয়ার্টারে রাকিবুল হাসান ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করে। অস্ট্রিয়া চতুর্থ কোয়ার্টারে লড়াই ফিরানোর চেষ্টা করে এবং ৪৪ মিনিটে আন্দোর লোসোনসি গোল করেন। তবে ৫০ মিনিটে আমিরুলের গোল আবারও বাংলাদেশের লিড বাড়িয়ে ৪-১ করে। ৫১ মিনিটে বেনজামিন কেলনার এক গোল করলে ব্যবধান ৪-২ হয়, কিন্তু ৫২ মিনিটে আমিরুলের তৃতীয় গোল বাংলাদেশকে ৫-২ ব্যবধানে এগিয়ে রাখে। শেষ তিন মিনিটে অস্ট্রিয়া আরও দুটি গোল করতে সক্ষম হলেও বাংলাদেশের জয় রক্ষা পায়।

আরও পড়ুন: হকি এশিয়া কাপে ৮-৩ গোলে জিতলো বাংলাদেশ

এই বিশ্বকাপে আমিরুল ইসলামের মোট গোল ১৮টি, যা যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ। আজকের হ্যাটট্রিক তার টুর্নামেন্টে পঞ্চম। শেষ কোয়ার্টারে অস্ট্রিয়ার ৯টি পেনাল্টি কর্নার থেকে তিনটি গোল আসে, কিন্তু বাংলাদেশ সতর্ক প্রতিরোধে জয় ধরে রাখে। বাংলাদেশের জন্য এটি টানা তৃতীয় জয়।

আন্তর্জাতিক হকি সংস্থা গ্রুপ পর্যায় থেকে বাদ পড়া আট দলের জন্য অনুষ্ঠিত স্থান নির্ধারণী পর্বকে আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে। বাংলাদেশ এই ট্রফি জিতেছে, যা দেশের যুব হকির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথমে অস্ট্রেলিয়ার সঙ্গে ৩-৫ গোলে পরাজিত হয়। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে ২-৩ গোলে হেরে যায়। মূল বিশ্বকাপের ১৭তম স্থান নির্ধারণী পর্বে প্রথমে ওমানকে ১৩-০ গোলে হারিয়ে শুরু করে এবং পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে পরাজিত করে। শেষ ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

এই জয় বাংলাদেশের যুব হকিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচয় দিয়েছে। অধিনায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে দলটির দারুণ পারফরম্যান্স যুব হকির জন্য নতুন উচ্চতা তৈরি করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়